আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন । আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমরা কথা বলবো ক্লাস নাইনের বাংলা, ইংরেজি এবং গণিত বই নিয়ে।  আমাদের অনেক সময় আমাদের বই হারিয়ে যায় বা অসাবধানতার কারণে ছিড়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আমরা অনেকেই অনলাইনে বই খুঁজি। কিন্তু দেখা যায় আমরা সবসময় বইয়ের পিডিএফ পাইনা। আর পেলেও অনেক পুরাতন ভার্সনের বই পেয়ে থাকি। তাই সেই সমস্যা সমাধানের জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম লেটেস্ট ভার্সন এর বাংলা, ইংরেজি এবং গণিত বই। 

Ssc math,  English, bangla book pdf 2022


  
আপনি যদি ক্লাস নাইন, ক্লাস টেন অথবা এসএসসি পরীক্ষার্থী হন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। 
এই পোস্ট এর  মাধ্যমে আপনি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং গণিত বই এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন। 
এই বইগুলোর সর্বশেষ এডিশন মানে 2021 সালে মুদ্রিত বই পাবেন। বইগুলোর সাইজ অনেক কম তাই আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমি গুগল ড্রাইভের লিংক দিব।  আশা করি গুগল ড্রাইভের লিংক থেকে আপনারা সহজেই বইগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এবং সহজে পড়ালেখা করতে পারবেন। 
আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি এই বই গুলো ডাউনলোড করবেন। প্রথমে আপনি আমার দেওয়া লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গুগল ড্রাইভের লিংক এ নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন। সে ডাউনলোড আইকন এর উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে একটি পপ-আপ আসবে যে ডাউনলোড করবেন আপনি কোন ফোল্ডারে?  তখন আপনি সেই ফোল্ডার টি সিলেক্ট করবেন।  তারপর ওকে প্রেস করলে আপনার ডাউনলোড হওয়া শুরু করবে এবং একটু সময় পর আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। 
এই পোষ্টের মাধ্যমে আপনি বাংলা এবং ইংলিশ দুই ভার্সনের  বই ডাউনলোড করতে পারবেন।

প্রথমে কথা বলা যাক বাংলা প্রথম পত্র নিয়ে।

বাংলা প্রথম পত্র বইটি অনেক সুন্দর এবং সাবলীল ভাষায় লেখা তাই এই বইটি পড়তে কারো কোন সমস্যা হবে না আশা করি। এই বইটিতে মোট গল্প আছে 32 টি এবং কবিতা আছে 32 টি। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন লেখকরা লিখেছেন এই গল্প এবং কবিতা গুলো।

এসএসসি  বাংলা প্রথম পত্র পিডিএফ  ডাউনলোড

Bangla version Download : https://drive.google.com/file/d/126Evk-NLepz4VnjnquxiZFDlUSnM6P-S/view

বাংলা দ্বিতীয় পত্র বই টি তে রয়েছে বাংলা ব্যাকরণ এর বিভিন্ন নিয়ম।  এই বইটি আপনি সুন্দর ভাবে পড়লে আপনি ভালভাবে ব্যাকরণ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। যদি বাংলা ভাষায় শুদ্ধভাবে পড়তে এবং লিখতে চান তাহলে এই ব্যাকরণ বইটি অনুসরণ করুন।


এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পিডিএফ  ডাউনলোড

Ssc math,  English, bangla book pdf 2022


Bangla version ; https://drive.google.com/file/d/1RYPYoCqdQinRWlDl6rkhB8JWbBj4ZCAH/view

এস এস সি বাংলা সহপাঠ রয়েছে একটি নাটক এবং একটি উপন্যাস। এই বইটি মাত্র দুইটি কনটেন্ট নিয়ে গঠিত। 

এস এস সি বাংলা সহপাঠ পিডিএফ ডাউনলোড

Bangla version : https://drive.google.com/file/d/1QQOHdxcbtYEGMPpq5qJPlG17-TR71sWH/view

ইংরেজি প্রথম  পত্র রয়েছে বিভিন্ন লেখকের এর গল্প যা সুবিন্যাস্ত ভাবে সাজানো আছে। এই গল্পগুলো পড়ার মাধ্যমে আপনার স্কিল ডেভলপমেন্ট হবে এবং আপনি পড়তে খুব সহজ হবে। আপনার ইংরেজির চর্চা অনেক ভালো হবে। 

ইংরেজি প্রথম পত্র পিডিএফ  ডাউনলোড

English version : https://drive.google.com/file/d/1n8m6dG5WI4Uf0ZzGo1pOvoh-EW0ne5uG/view

ইংরেজি দ্বিতীয় পত্র বইটিতে রয়েছে ইংরেজি গ্রামার এর বিভিন্ন নিয়ম কানুন। আপনি ইংরেজি শুদ্ধভাবে পড়তে এবং লিখতে চাইলে অবশ্যই আপনাকে ইংরেজি গ্রামার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। আর ইংরেজি সম্পর্কে যথেষ্ট ধারণা দেওয়ার জন্য আপনি এই বইটি ফলো করতে পারেন। এছাড়াও পরীক্ষায় পাশ করার জন্য আপনি এই বইটি ফলো করতে পারেন।

এসএসসি  ইংরেজি দ্বিতীয় পত্র পিডিএফ ডাউনলোড

English version : https://drive.google.com/file/d/1znJnHJqZhk4wUGFI6gwpeNzwyzDzB4_L/view

গণিত হচ্ছে সব বিষয়ের মূল। যেকোনো বিষয়কে সঠিক ভাবে বোঝার জন্য গণিত বুঝতে হবে।  এসএসসি গণিত বইটির খুব সুন্দর ভাবে সবগুলো অধ্যায়  সাজানো আছে। বইটিতে মোট 17 টি অধ্যায়ে বিভক্ত। বইটিতে রয়েছে বীজ গণিত পরিমিতি জ্যামিতি পরিসংখ্যান। বইয়ের সকল অংক সমাধান করলেই আপনার পরীক্ষায় অনেক কমন পাবেন। তাই পরীক্ষায় পাসের জন্য বইয়ের কোন বিকল্প নেই।

Ssc math,  English, bangla book pdf 2022


  

এসএসসি গণিত পিডিএফ ডাউনলোড

Bangla version : https://drive.google.com/file/d/1H1HfzDK18QpZLOZuZOyDtayq7SD24fx8/view

English version : https://drive.google.com/file/d/1rG7pZLtbZv4_SPPy7GpFzKhw-91u6hFB/view

তো এই ছিল আজকের পোস্টটি। পোস্টটি কেমন লাগল জানাতে ভুলবেন না। কোন সমস্যা হলে কমেন্ট করুন। 
আপনাদের কি ধরনের পোস্ট দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা সেই অনুযায়ী সেই ধরনের পোস্ট নিয়ে হাজির হব।সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই পোস্টটি পড়ার জন্য।  আল্লাহ হাফেজ, বিদায়।

Join Our Another Website :

Clowntips.com

Dishtv71.com

Join our Youtube Channel : 

Unique Premium Tech

Join Our Telegram Channel : 

All Premium Course Free

Follow on Google News

1 Comments

Post a Comment

Previous Post Next Post